শিক্ষার্থীদের উদ্যোগে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন শিক্ষকরা।
গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শামছুল হক, সিনিয়র শিক্ষক দিপক রঞ্জন দাশ ও চিনু রাণী ভৌমিক।
শিক্ষকরা বলেন, শিক্ষক দিবসে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এধরণের আয়োজন প্রথম। শিক্ষার্থীরা শিক্ষকদের মর্যাদা অনুধাবন করতে পারায় নিজেদের শিক্ষার্থীদের নিয়ে গর্ব প্রকাশ করেন তাঁরা। এ আয়োজন তাঁদের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে বলেও প্রকাশ করেন।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ অসিত চন্দ্র দাস, অ্যাডভোকেট অসীম চন্দ্র দাশ, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক আব্দুননূর, যুক্তরজ্যা প্রবাসী নুরুল আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী হেলাল আহমদ, সাংবাদিক আবদুল মতিন, ব্যবসায়ী জয়নুল আবেদীন শিপু, শিক্ষক বশির মিয়া, ব্যবসায়ী আনার মিয়া ও জুয়েল মিয়া প্রমুখ।