যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার বিকেলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গণসংযোগ করেছেন।
গণসংযোগ কালে তিনি বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিন। একটি কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে উন্নয়ন বঞ্চিত এলাকা গুলো উন্নয়নের ছোঁয়ায় পরিপূর্ণতা লাভ করবে। আপনাদের সন্তান হয়ে আমি আপনাদের সেবা করতে চাই, আমি চাই না আপনাদের এমপি হয়ে বেঁচে থাকতে, আমি চাই আপনাদের সন্তান হয়ে বেঁচে থাকতে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক জায়েদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রুহুল তালুকদার, আলী হোসেন, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা আল সাদিক দুলাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহিন আলী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহিদ, সাবেক চেয়ারম্যান মির্জা তজমুল আলী, শেখ ফজলু মিয়া, সাবেক মেম্বার মির্জা গাফফার, হান্নান বেগ, মো: আবাদ, মির্জা চুন্নু, মির্জা লোকমান, শেখ মইনুদ্দিন, শেখ নতিন, শেখ নজিব, মো: জিলু, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন, মাহমুদ হাসান রুবেল, নাইম, শেখ ফাহিম আহমদ, মির্জা কামরুল ইসলাম, মির্জা জামিল, আকুল, শেখ মুরাদ, আল আমিন, শেখ শিমুল, রুবেল, সায়েদ, মাজিদ, শাহিন, মির্জা সানি প্রমুখ।