শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

২০২১ সালে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে : প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে ৯৩ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। ২০২১ সালে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
শনিবার বিকেলে গণভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদনে মনোনিবেশ করি। কিন্তু ২০০৮ সালে পুনরায় ক্ষমতায় এসে দেখলাম, বিদ্যুৎ উৎপাদন যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে কমে গেছে। আমি বুঝলাম না কিভাবে সেটি কমে।

বাংলাদেশের মানুষের গড় আয় বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার। তিনি বলেন, দেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ ভাগ ছাড়িয়ে গেছে। আর মুদ্রাস্ফীতি কমে ৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শেখ রেহেনা আমাকে বলেছিল, ১৭ কোটি মানুষকে তুমি ভাত খাওয়াতে পারছ, আর কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারবে না? আমি বলেছিলাম, অবশ্যই পারবো। তাদের আশ্রয় দিয়েছি।

তিনি বলেন, দেশের জন্য যে জাতি জীবন দিতে পারে তাঁরা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। আজকে সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে গেছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সড়ক অবকাঠামো, বিদ্যুৎসহ সবক্ষেত্রেই, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

 

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!