সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ, সমুদ্র সীমানা বিজয়, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন সহ যে সমস্ত বড় বড় উন্নয়ন, অগ্রগতি অর্জন হয়েছে অতীতের কোন সরকার এত উন্নয়ন কাজ করতে পারেনি। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এখন বিশ্ববাসীর নজর কাড়ছে। উন্নয়নের কারিগর হিসেবে শেখ হাসিনা এখন বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছেন। দেশের এ চলমান উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীদিনে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। এব্যাপারে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক সকল নাগরিককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগকালে সিলেট জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম ইছন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র কটালপুর শাখার সাবেক চেয়ারম্যান বশারত আলী, আওয়ামী লীগের নেতা আজাদ মিয়া, পাখন মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের নেতা কবির আহমদ প্রমুখ এডভোকেট আব্দুর রকিব মণ্টুর সঙ্গে ছিলেন।