শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষক নেতা মো. রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল এবং গীতা পাঠ করেন শিউলী দাস।
পরে একই স্থানে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার ৫জন মহিলাকে শ্রেষ্ঠ জয়িতা-২০২৩ সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।