ওসমানীনগর উপজেলার মীরপুর রঘুপুর মোমিনপুর মাওলানা কুতুব উদ্দিন রহ. হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকালে যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু এবং মাদ্রাসার আসহাবে বদরীন কল্যাণ ফান্ডের সদস্য, সৌদি আরব প্রবাসী মো. আব্দুশ শহিদের আগমন উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির রাঙ্গাপুরী।
কাজী মাওলানা মঞ্জুর আহমদ মীরপুরীর পরিচালনায় অনুষ্ঠানে মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, বালাগঞ্জের যুবলীগ নেতা আব্দুল হামিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মমনূর রহমান মমনুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দ মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।