ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া সৌদি আরব প্রবাসী মো. আব্দুশ শহিদকে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২৬ মার্চ) বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মাওলানা মঞ্জুর আহমদ। শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন নোমান আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডা. তখলিছ আলী, বর্তমান সহসভাপতি ডা. এনামুল হক, উছমানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উছমানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিদ্যালয় পরিচালনার সদস্য বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম নোমান, আমিনুল ইসলাম, কাজল চৌধুরী, মমতাজ শিবলী, স্থানীয় সমাজকর্মী মকবুল আলী আব্দুস সালাম, লখন শিকদার, শুভাষ চন্দ্র দেবনাথ, সুজন আহমদ, ইউছুফ আলী, সুহেল আহমদ, আব্দুল কাদির প্রমুখ।