ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলামের মাতা শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন বাংলা মিডিয়া ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে অন্যতম হচ্ছেন – লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব শাহজালাল, সুপ্রীম কোর্ট আইনজীবী গোলাম সোবহান চৌধুরী দিপন, কবি ও সম্পাদক খালেদ উদ্দীন, প্রভাষক দীপঙ্কর শীল, কবি বদরুজ্জামান জামান, ইউরোবিডি২৪.কমের সম্পাদক ইমরান মাহমুদ, এমসি ইন্সটিটিউট ফ্রান্স এর পরিচালক অধ্যাপক বদরুল বিন হারুন, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক নেওয়াজ খান, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স এর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউরো বাংলা টেলিভিশন এর সিও আবু তাহির, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, শিক্ষক মোহাম্মদ মুজাহিদ, ব্যাংকার তালিমুল ইসলাম, ব্যাংকার মঞ্জুরুল ইসলাম, সমাজকর্মী – রেকসনা আক্তার লিপন, মামুন খান, শহীদুল ইসলাম শিমু ও ফারুক আহমেদ।
প্রসঙ্গত, শামসুল ইসলামের মাতা শাহানারা বেগম ৭৭ বছর বয়সে বুধবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় (বাংলাদেশ সময়) সিলেটের পার্ক ভিউ ক্লিনিকে ইন্তেকাল করেন। তিনি করোনা পজিটিভ হিসাবে ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ডুংশ্রী গ্রামে পারিবারিক কবরস্থানে পরের দিন বাদ জোহর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।