বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন



বালাগঞ্জ উপজেলার নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ মার্চ) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তখলিসুর রহমান।

সহকারী শিক্ষক প্রমথেশ দত্তের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল শাহাদত রুকন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, তরুণ সমাজকর্মী মোজাহিদুল ইসলাম শিহাব, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা ভট্টাচার্র্য্য, সহকারী শিক্ষক শিক্ষক নার্গিস বেগম, মাসুদা খাতুন, রাবিয়া বেগম, শিল্পী চক্রবর্তী, শিউলী দাস শিখা প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!