বৃটেনের সবচেয়ে বেদনার দিন। সবচেয়ে কষ্টের দিন। পুরো জাতি শোকে স্তব্ধ। তারপরও তাদের অতি আপনজন, সবচেয়ে প্রিয় রাণী দ্বিতীয় এলিজাবেথকে চিরদিনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানিয়েছেন। এ জন্য সোমবার দিনটা পুরো বৃটেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো এবং বিশ্বের হৃদয়বান মানুষের কাছে ছিল মর্মভেদী এক শোকের দিন। এদিন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানী এলিজাবেথকে বিদায় জানিয়েছে রাজপরিবার, বিশ্বনেতারা ও সাধারণ মানুষ। সেই অনুষ্ঠানে উপস্থিত বৃটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও পরিবারবর্গ। তিনি রাজা। তবু কাঁদলেন। তার অভিব্যক্তি, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল মনের ভেতর ক্ষরণ হচ্ছে।
একাই নন। পরিবারের সবার মধ্যেই কান্না, কষ্টের এক নীল যন্ত্রণা প্রতিটি মুহূর্তে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। সামনে মায়ের মৃতদেহ, কিছুক্ষণ পর তাকে চিরদিনের জন্য বিদায় জানাতে হবে। চোখের সামনে থেকে হারিয়ে যাবেন জন্মদাত্রী। বেদনায় রাণীর পাশে দাঁড়িয়ে তার ছেলেরা, মেয়ে, নাতিপুতি, তাদের সন্তানরা, বিশ্বনেতারা অব্যক্ত ভাষায় কাঁদলেন। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বনেতাদের মধ্যে উপস্থিত থেকে রাণীর প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন বার বার ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ক্যামেরা ফোকাস করছিল রাজপরিবারের দিকে। কান্না তাদের চোখ থেকে ঝরে পড়েনি ঠিকই, কিন্তু ভেতরে যে গুমড়ে উঠেছে কান্না, তা সামাল দিতে তাদেরকে বেগ পেতে হয়েছে। প্রিয় মা’র জন্য এভাবেই কেঁদেছেন রাজা চার্লস। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানীর প্রতি যখন শ্রদ্ধা জানানো হচ্ছিল, তার অবদানের কথা তুলে ধরা হচ্ছিল, প্রার্থনা জানাচ্ছিলেন ধর্মীয় নেতারা তখন পাশ থেকে বার বার ভাই ও রাজা চার্লসের দিকে নজর রাখছিলেন বোন প্রিন্সেস অ্যান। উদ্বেগ নিয়ে তিনি বার বার তাকাচ্ছিলেন চার্লসের দিকে। এ সময় রাজা চার্লসকে দেখে মনে হয়েছে, তিনি কাঁদছেন। তার চোয়ালের মাংসপেশি শক্ত হয়ে উঠেছিল। কোনোমতে তখন নিজের কান্না ধরে রাখেন প্রিন্সেস অ্যান। একই অবস্থা প্রিন্স অ্যানড্রুর। পার্লামেন্ট স্কয়ার দিয়ে যখন মায়ের কফিনের পেছনে তিনি হাঁটছিলেন, তখন কান্না ধরে রাখতে যেন যুদ্ধ করেছেন তিনি। রানীর কফিনের পেছনে পেছনে শোকযাত্রায় অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে জাতীয় সংগীত গাওয়ার সময় ভীষণভাবে আবেগি হয়ে ওঠেন রাজা।
ওয়েস্টমিনস্টার অ্যাবিতে স্মরণকালের বৃহৎ ও আবেগঘন বিদায় জানানো হয় রানীকে। রাজপরিবারের ২০০০ অতিথি, বিশ্বনেতারা, ভিআইপি, শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো রানীর বিদায় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান, রানীর প্রতি শ্রদ্ধা, তার আত্মার শান্তি কামনা, তার অবদানকে স্মরণ করে পালিত হয় ব্যতিক্রমী এবং বিশে^র সবচেয়ে বড় বিদায় অনুষ্ঠান। দুই মিনিটের জন্য নীরবতা পালন করা হয় পুরো দেশে।
ওয়েস্টমিনস্টার হল থেকে রানীর কফিন নিয়ে যাওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। ঐতিহাসিক এই চার্চেই রানীর বিয়ে হয়েছিল এবং রানী হিসেবে অভিষেক হয়েছিল। তার মাথায় উঠেছিল মুকুট। তিনি তাতে পরিণত হয়েছেন ইতিহাসে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী রানী। তার কফিনের ওপর রাখা হয় প্রিয় মুকুট, গোলকবিশেষ (অর্ব) এবং রাজদণ্ড। তার পাশেই রানী যেসব ফুল পছন্দ করতেন তা দিয়ে উপরিভাগ সাজানো হয়। সর্বোপরি একটি কার্ড স্থাপন করা হয় ফুলের ভেতর। তাতে লেখা- ‘ইন লাভিং অ্যান্ড ডিভোটেড মেমোরি। চার্লস আর’। এই চার্চেই ১৯৪৭ সালে তখনকার প্রিন্সেস এলিজাবেথ এবং প্রয়াত প্রিন্স ফিলিপ মাউন্টব্যাটেনের বিয়ের অনুষ্ঠানে স্তবগান করা হয়েছিল।
গতকাল শেষকৃত্যের অনুষ্ঠানে তা পরিবেশন করা হয়। এর আগে রানীর জন্য ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করে শোনান বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ব্যারোনেস স্কটল্যান্ড। রাণীকে সমাহিত করার কথা সেইন্ট জর্জ চ্যাপেলে। উইন্ডসর ক্যাসেলের ভেতরে অবস্থিত এই জর্জ চ্যাপেল। এখানেই তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরা, তার পিতা রাজা ষষ্ঠ জর্জ, রানীমাতা, বোন প্রিন্সেস মার্গারিটাকে সমাহিত করা হয়েছে। তাদের পাশেই সমাহিত করা হয় রানী এলিজাবেথ। এ জন্য রানীর কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে শুরু হয় আরেকটি শোক মিছিল। এই শোক মিছিল আগের থেকে অনেক বড়। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে দায়িত্ব পালন করে সাতটি গ্রুপ। শোক মিছিলের পেছনে পেছনে গাড়িতে ছিলেন কুইন কনসোর্ট ক্যামিলা, প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। আর তাদের সামনে ছিলেন রাজা তৃতীয় চার্লস, রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। দ্বিতীয় একটি গাড়িতে করে যান ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং আউন্টেস অব ওয়েসেক্স সোফি। শোক মিছিলের একেবারে সামনে ছিলেন রাজকীয় কানাডীয় মাউন্টেড পুলিশের একটি দল। পথে পথে লাখো শোকার্ত মানুষ। রানীর কফিন দেখার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তারা। আবার কেউ কান্নাকে সংবরণ করে হাততালি দিয়ে নতুন রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যানড্রু, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি ও রাজপরিবারকে শক্তি যোগান দিচ্ছিলেন।
ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনুষ্ঠানিকতা শেষে প্রায় ৪৫ মিনিট পরে কফিন নিয়ে শোক মিছিল পৌঁছে ওয়েলিংটন আর্চে। এটি প্রথম তৈরি হয়েছিল ১৮২০ সালে বাকিংহাম প্রাসাদে ঢোকার গেট হিসেবে। ৬ দশক পরে তা সরিয়ে বর্তমানের অবস্থানে নিয়ে যাওয়া হয়। ফ্রান্সের নেপোলিয়নকে যুদ্ধে পরাজিত করেছিলেন বৃটেনের ডিউক অব ওয়েলিংটন। তার স্মরণে এই ফটক নির্মাণ করা হয়।
এর আগে শোক মিছিল বাকিংহাম প্রাসাদ অতিক্রম করে। এই প্রাসাদটি বিশ্ববিখ্যাত। রানী এই প্রাসাদে বসেই তার রাজকাজ পরিচালনা করতেন। এখানে আছে ৭৭৫টি কক্ষ। রাষ্ট্রীয় সফরে যাওয়া বিশ্বনেতাদের জন্য এখানেই অনুষ্ঠান ও ভোজের আয়োজন করতেন রানী। একই সঙ্গে ৬৭ বছর ধরে এটি ছিল রানীর প্রধান পারিবারিক আবাসস্থল। সিংহাসনের অভিষেক হওয়ার পর থেকে ২০২০ সালে করোনা মহামারি পর্যন্ত এখানেই থাকতেন রানী। এই বাকিংহাম প্রাসাদেই তিনি তার সন্তানদের মা হয়েছেন। বড় ছেলে বর্তমান রাজা চার্লস, ছোট দুই ছেলে প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ডের জন্ম হয়েছে এখানেই। এই প্রাসাদ যখন অতিক্রম করে রানীর কফিন, তখন হাজারো স্মৃতি উথলে ওঠে মনে। মানুষ হাউমাউ করে কেঁদে ওঠে। মায়ের প্রতি মানুষের এত ভালোবাসা, সমর্থন দেখে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতার আগে রাজা চার্লস অভিভূত। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সবার প্রতি।
হোয়াইট হল থেকে ক্যাবিনেট ওয়ার রুমস, সেনোটাফ, ডাউনিং স্ট্রিস, ওয়েলিংটন- পুরো বৃটেন শোকসাগরে ভাসছে প্রিয় রাণীর চিরবিদায়ে। তাঁর কফিন যখন মধ্য লন্ডনের ভেতর দিয়ে শবযানে করে বহন করা হয়, তখন পুরো লন্ডন স্তব্ধ। একজন মানুষের জন্য মানুষের এমন ভালোবাসা কোথায় কে দেখেছে কবে! যারা রাস্তায় আসতে পারেননি তারা ব্যালকোনি দিয়ে, জানালা দিয়ে অশ্রুসজল চোখে তাকিয়ে থেকেছে। তাদের পরনে এদিন ছিল কালো পোশাক। সেখান থেকেই তারা রানীকে জানিয়েছেন বিদায়। এ সময় হাইড পার্কে কিংস ট্রুপ, রয়েল হর্স আর্টিলারি মিনিট গান থেকে গুলি ছোড়ে। রানীর কফিন নিয়ে শোক মিছিলের পুরোটা সময় বিগ বেন একটানা ঘণ্টাধ্বনি দিয়ে তার অব্যক্ত কষ্টের জানান দিয়েছে। হাজার হাজার মানুষ সাউথ ক্যারিজ ড্রাইভে সমবেত হন শবযানে রানীর শেষ যাত্রা দেখার জন্য। শোকার্ত জনতাকে দেখা যায় পতাকা দুলিয়ে, ফুলের তোড়া উঁচিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রানীকে। কেউবা অদম্য কান্নাকে আটকে রাখতে পারেননি।
রাণীকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বলে জানিয়েছে রাজপরিবার। তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। এসময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। খবর বিবিসির।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে রাণীকে সমাহিত করা হয়। ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘এমন ভালবাসা খুব অল্প কয়েকজন নেতাকেই পেতে দেখেছি।’