- রাণী এলিজাবেথকে উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে রাজকীয় সমাধিকক্ষে সমাহিত করা হয়েছে।
- এর আগে সেইন্ট জর্জেস চ্যাপেলে প্রার্থনা অনুষ্ঠানের সময় তার কফিনের উপর থেকে রাজমুকুট এবং রাজদণ্ড সরিয়ে নেয়া হয়।
- রাণীর কফিন যখন লন্ডনের আনুষ্ঠানিকতা শেষে উইন্ডসরে নেয়া হচ্ছিল, তখন রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।
- লন্ডনে দীর্ঘ শোক মিছিলে অংশ নিয়েছে সশস্ত্র বাহিনীর তিন হাজার সদস্য, এবং এটি লন্ডনের অনেক বিখ্যাত স্থাপনার পাশ দিয়ে গেছে।
- এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্যানুষ্ঠান হয়, যেখানেই রানির বিয়ে এবং অভিষেক অনুষ্ঠান হয়েছিল।
- কয়েকশ রাষ্ট্রনেতা এবং বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেন, যাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্র। বিবিসি
প্রিন্ট করুন