সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেট বিভাগের সাড়ে ৫শতাধিক মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান ও মুহতামিম সম্মেলন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গহরপুর জামিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান ও বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি- আল্লামা মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন বেফাকের সহসভাপতি ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু।
বেফাকের সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান জকিগঞ্জীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান, সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মুফতি ফয়জুল্লাহ, মুফতি মনসুরুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মাহফুজুল হক, মজলিসে খাসের সদস্য মুফতি নিয়ামতুল্লাহ ফরিদী প্রমুখ।
সবশেষে দেশ জাতি ও সমস্ত জাহানের কল্যাণ কামনা করে মোনাজাত এবং আর্থিক অনুদানের অর্থ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্মেলনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা বেফাকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাগেছে, অনুষ্ঠানে সিলেটের সাড়ে ৫শতাধিক মাদ্রাসায় বেফাকের প্রায় এক কোটি ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।