ওসমানীনগর উপজেলার মীরপুর রঘুপুর মুমিনপুর মাওলানা কুতুব (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার ২য় তলায় প্রবাসীদের অর্থায়নে নির্মিতব্য ভবনের ভিত্তিস্থাপন করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে এ ভিত্তিস্থাপন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সেবুল আহমদ, কামরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ আল ফয়ছল এবং সৌদি আরব প্রবাসী হাজী হারুন মিয়ার অর্থায়নে ২য় তলায় ৪টি কক্ষ নির্মাণ করা হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির রাঙাপুরী। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মমনূর রহমান মমনুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ মুরুব্বি মরম আলী, ভূমিদাতা সদস্য হাজী ফরহাদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সেবুল আহমদ, কামরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ডা. তখলিছ আলী, মাহবুবুর রহমান, আব্দুল হান্নান, ডা. এনামুল হক, কামিল আহমদ, আব্দুল কাইয়ুম মেম্বার, ছবুর আহমদ, মাওলানা কাজী মঞ্জুর আহমদ, শহীদুল ইসলাম লখন, বুরহান উদ্দিন, মো.আব্দুর রহমান, মাদ্রাসার শিক্ষক হাফিজ নাজমুল ইসলাম প্রমুখ।