রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে আ.লীগ নেতা মুজিবুর রহমানের দাফন সম্পন্ন



বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য, স্থানীয় কলুমা নিবাসী মুজিবুর রহমান মুজিব (৫২) মেম্বার আর নেই। তিনি শুক্রবার (০৬ জানুয়ারি) রাত ২টা ৩৫মিনিটে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনী, ডায়ারেটিকসসহ নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শুক্রবার (০৬ জানুয়ারি) বিকাল ২টায় স্থানীয় মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, সদস্য মইনুল ইসলাম সালেহ, শিরমান উদ্দিন, সাবেক ইউপি সদস্য কনর মিয়া, রোটারিয়ান সাহিদুল হক সুহেল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ শরিক হন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!