শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’ পালন উপলক্ষে প্রস্তুতি সভা



বালাগঞ্জ উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২১’ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সম্মেলন কক্ষে  ইউএনও রোজিনা আক্তার এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিক এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন – সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামসউদ্দিন সামস, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতিভুষন দাস, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, বালাগঞ্জ আরইউএফপিও আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক অফিসের রোমানা আক্তার নিপু, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোশাহিদ হোসেন, প্রাণী সম্পদ অফিসের ডাঃ জাকারিয়া আহমদ, আরডিএইচ বাংলাদেশ সুচনার উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুল হক, ওয়াল্ডফিস সুচনার মৎস্য উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান সানী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার শর্তে এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!