বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোঃ আব্দুল আজিজ সাবুলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নামাজের জানাজা শেষে নিজ বাড়ি শাহপুরে পারিবারিক কবরস্থানে তাঁহার দাফন সম্পন্ন হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবী মোঃ আব্দুল আজিজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮:৩০ মিনিটে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শাহপুর গ্রামে তাঁহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যকালে স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে, ৫ ভাইসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।