সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করে যাচ্ছে। ভূমি আছে কিন্তু ঘরে নেই, তাদের জন্য ঘরে তৈরী করে দিচ্ছে বর্তমান সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
বালাগঞ্জ উপজেলার হাড়িয়ারগাঁও এ মাননীয় প্রধানমন্ত্রী উপহার, জায়গা আছে ঘর নাই প্রকল্পের ঘর নির্মাণ উদ্বোধন করে চাবি হস্তান্তর ও এম এ খাঁন অডিটোরিয়ামে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষি প্রণোদনা, ঢেউটিন ও ঘর নির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ – এই পৃখক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি ৩১ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় উপজেলার হাড়িয়ারগাঁও গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জায়গা আছে ঘর নাই প্রকল্পের ঘর নির্মাণ উদ্বোধন করে চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস। পরে বেলা ১২ টায় বালাগঞ্জ উপজেলা এম এ খান অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) কৃষিবিদ রমজান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। আলোচনায় অংশনেন – বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতিভুষন দাস, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, কৃষক আব্দুল মুহিত।
এছাড়াও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, উপকৃষিকর্মকর্তা হাবিবুর রহমান, আবুল কাশেম হিমেল, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মোঃ তুহিন মনসুর, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর, দপ্তর সম্পাদক মনির হোসেন মনি, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম সজীব, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রুবেল আহমদ, ইউপি সদস্য জয়দীপ দাস, আব্দুস শহীদ দুলাল, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি কালাম মিয়া, সেক্রেটারি কামরুল ইসলাম, সহ প্রশাসনিক কর্মকর্তাও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল হামিদ ও গীতা পাঠ করেন পল্লব ভট্রাচার্য্য।
এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে শোভাযাত্রায় ও অংশ নেন এবং মেলা স্টল পরিদর্শন করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্য বিনামুল্যে বীজ, ২০ জন দরিদ্রদের মধ্য ঢেউটিন ও ৬ হাজার টাকা করে চেক বিতরণ করেন।
দুপুর ২টার দিকে অসুস্থ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার চান্দাইড়পাড়া গ্রামের বাড়িতে যান ও তাঁহার শারীরিক খোঁজ খবর নেন।