শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় ওয়ার্ড যুবদলের সভাপতি গ্রেপ্তার : আদালতে প্রেরণ



বালাগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় একজনকে প্রেপ্তার করে ১৪ অক্টোবর (রোববার) আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি স্থানীয় যুবদল নেতা বাবুল মিয়া। তিনি দেওয়ানবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় সিরাজপুর (আমপাড়া) গ্রামের সমছু মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার মাদ্রাসাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বালাগঞ্জ থানার এসআই কামরুল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, গতকাল রোববার বাবুল মিয়া (৪৫)কে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার আজিজপুর ও দেওয়ানবাজার  ইউনিয়নে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দেওয়ান

বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে গত বৃহস্পতিবার (১১ অক্টোরব) বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দায়েরকৃত মামলা নম্বর ০১; তারিখ-১১/১০/২০১৮। মামলায় অজ্ঞাত ১শ ৪০জন থেকে ১শ ৫০জনকে আসামী করা হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!