সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২৫ ও ২৭ মার্চ



প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ফ্রি চক্ষু শিবির কার্যক্রম সফল করার লক্ষে বালাগঞ্জের রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরস্থ স্থানীয় লতিফা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি মো. শফিক উল্লাহ মিছলু। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান এম এ মতিন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর খালিছদার, বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মুনিম, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, হুসাইন আহমদ, এসএম হেলাল, আবুল কাসেম অফিক, তারেক আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

সভায় ফ্রি চক্ষু শিবির কার্যক্রমকে সফল করার লক্ষে স্বস্ব অবস্থান থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। প্রঙ্গত, উক্ত সমিতির উদ্যোগে আগামী ২৫ মার্চ তাজপুর ডিগ্রী কলেজে এবং ২৭ মার্চ বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে এ ফ্রি চক্ষু শিবির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!