শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ানবাজার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। প্রধান অতিথির বক্তৃতা করেন- বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম।

সূচনা কর্মসূচি, আরডিআরএস বাংলাদেশ- এর আয়োজনে একদিনের ওই প্রশিক্ষণে আলোচক ছিলেন- উপজেলা প্রকল্প সমন্বয়কারী মিজানুল হক, গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফারজানা ববি। মনিটরিং অফিসার মৌসুমী আক্তার, ইউনিয়ন সমন্বয়কারী নজরুল ইসলাম।

দেওয়ানবাজার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. তারা মিয়া, মো. বাবরু মিয়া, সামছুল ইসলাম হিরন, আব্দুল রকিব, আশিকুর রহমান আশিক, সংরক্ষিত মহিলা মেম্বার মো. রোকেয়া খাতুন, রোকিয়া বেগম ও ইনা বেগম। মুক্তিযোদ্ধা প্রতিনিধি হুছন আলী, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন, গনমাধ্যম প্রতিনিধি এসএম হেলাল, সাংস্কৃতিক প্রতিনিধি শামীম আহমদ, স্বেচ্ছাসেবী তুহেল আহমদ, স্বাস্থ্যকর্মী সন্তুষ দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল করিম তালুকদার, আনসার ভিডিপির সদস্য মুসলিম আলী, কমিউনিটি মবিলাইজার সুরমা বেগম, নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!