বালাগঞ্জের গহরপুর চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসায় ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন – বঙ্গবন্ধু ফাউণ্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক, মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খাতুন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, স্থানীয় বরকতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী ইয়াকুব।মঙ্গলবার (১৬আগস্ট) চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য সমাজসেবী ইয়াকুব আলী আনহার-এর ওই ২ লাখ টাকা প্রদানের আশ্বাসের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা মুহাম্মাদ আতিকুর রহমান। এসময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দাতার মরহুম পিতা-মাতা ও পরিবারের সকল সদস্যদের দু’জাহানের কামিয়াবি ও উত্তম বদলা দানের কামনা করেন।