শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা মীরপুর-খালেরমুখ বাজারের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন



ওসমানী নগরের মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা মীরপুর-খালেরমুখ বাজার এর বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ মার্চ) বিকেলে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই উমরপুরী। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী।মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলাম মোশাহিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট জুয়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান সেবুল, ফ্রান্স প্রবাসী ও সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ, সৌদি আরব প্রবাসী সুহেল আহমদ, বাহরাইন প্রবাসী খসরু আহমেদ, মোতাওয়াল্লি আফতাব আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি দৌলত আহমদ এবিন, উপদেষ্টা ডা. তখলিছ আলী, শফিক মিয়া, মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রুফ দুলাল, শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুকিত, শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, হাফেজ শামসুল ইসলাম (নূরানী হুজুর), মিরপুর খালেরমূখ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মিনহাজুল ইসলাম, শিক্ষানুরাগী মাফিক চৌধুরী, বুরহান উদ্দিন, শেখ আহমদ, রুবেল আহমদ মিশু প্রমুখ।অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান সেবুল ৫০হাজার, ফ্রান্স প্রবাসী রাসেল আহমদ ৫০হাজার ও বাহরাইন প্রবাসী খসরু আহমেদ ৫হাজার টাকা অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামেয়ার শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই উমরপুরী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!