বালাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করেছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এ দিকে উপজেলার বড়জমাত ছমিরুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উৎযাপন, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান এবং স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছমিরুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি ফয়েজ আহমদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশহুদ আহমদ।
সহকারি শিক্ষক তোফায়েল আহমদ ও রুলি রানী নাথের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আজমান আলী, শিক্ষানুরাগী এডভোকেট ময়নুল ইসলাম, দিলু মিয়া,
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ মোঃ হেলাল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহার বেগম, রাহিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি তোফায়েল আহমদ সোহেলের পক্ষ থেকে গরীব ও মেধাবী ১০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।