চীনের উত্তরপশ্চিম শানশি প্রদেশে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ কর্মী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে শেনমু শহরে বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।
ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী কাজ করছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ দুই খনিকর্মীর খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় আটকাপড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে নিখোঁজ দুই জনকেও মৃত অবস্থায় পাওয়া যায়।