বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের ফাউণ্ডেশনের বেইস ঢালাই শুরু হয়েছে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জুময়া আনুষ্ঠানিকভাবে বেইস ঢালাই কাজের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মাওলানা মঈনউদ্দিন, মসজিদ বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ উনু মিয়া, সদস্য মো. কনর মিয়া, ইউছুফ আলী, লোকমান আলী, চুনু মিয়া, মিজানুর রহমান মির্জা, সাহিদুল হক সুহেল, মানিক মিয়া, গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার আরিফুল হক, আব্দুল জলিল, দুধন মিয়া, নুজুর মিয়া, দিলদার মিয়া, অযুদ মিয়া, মধু মিয়া, মোস্তাফিজুর রহমান মুন্না, হোসাইন আহমদ, আনহার মিয়া, হেলাল মিয়া, সমছুল মিয়া, মামুন মিয়া প্রমুখ।