শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখে : মাও. হারুনুর রশীদ



ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ বলেছেন- চলমান করোনা আমাদের জন্য ঘরবন্দী জীবনে রুপান্তরিত করে ফেলেছে। এজন্য সাস্থবিধি মেনে খেলাধুলার মাধ্যমে কিছুটা মানসিকতার পরিবর্তন সম্ভব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে, খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখে।

আজ (শুক্রবার) বিকেলে ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসা ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসার সাবেক ভিপি শাহ হোসাইন মোহাম্মদ বাবু’র সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, শিক্ষক ও সাবেক ছাত্রনেতা সায়্যিদুল ইসলাম।

প্রায় একমাসব্যপী চলা টুর্নামেন্টে মাদরাসার সাবেক ছাত্রদের সমন্বয়ে মোট আটটি দল অংশ নেয়। এবং ২০২১ পরিক্ষার্থী ব্যাচ বিজয়ী হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!