আজ সকালে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত রমজান মাস উপলক্ষ্যে হেল্প ফাণ্ডের নগদ অর্থ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মাওলানা হারুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন- আল ইসলাহ কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, অর্থ সম্পাদক শাহিন আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ শাহ নেওয়াজ।
সদস্য- সৈয়দ মওদুদ আহমদ আদিল, সিলেট জেলা পূর্ব তালামীযের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজাহান ছাদী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ হোসাইন আহমদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুজাহিদ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আল ইসলাহ তালামীযের নেতৃবৃন্দ।
উল্লেখ্য- প্রথম ধাপে এই তিনটি উপজেলায় কর্মহীন ও অসহায় মানুষের ঘরে নগদ লক্ষাধিক অর্থ প্রদান করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল জানান- আমরা এই উদ্যোগকে রমজানের উপহার হিসেবে মানুষের মধ্যে তুলে দিয়েছি।