গত রবিবার (১০মার্চ) লেবাননের জুনিতে প্রবাসী ভাইবোন সংগঠন লেবাননের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মানুষ মানু্ষের জন্য এই স্লোগানকে সামনে রেখে অসহায় প্রবাসীদের সেবার মান বাড়াতেই আয়োজিত হয় এই সভা। সভায় অসহায় প্রবাসীদের সাহায্যার্থে আত্মমানবতার সেবায় সকলেই এগিয়ে এসে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক কদর আলমের সঞ্চালনায় ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী ভাই- বোন সংগঠনের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ খান, সহ-সভাপতি দুলাল মিয়া, সহসাধারণ সম্পাদক কদর আলম, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও খোরশেদ আলম,সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও আব্দুর রহমান, প্রচার সম্পাদক মিলন খান, প্রধান উপদেষ্টা সালাউদ্দিন মোল্লা, মহিলা সম্পাদিকা কুলসুমারা ময়না, তাসলিমা বেগম, শিলা আক্তার, পারুল বেগম সহ লেবাননের বিভিন্ন জায়গা থেকে আসা অনেক নেতৃবৃন্দ ।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসী ভাইবোন সংগঠনটি বেশ কয়েক বছর যাবৎ দূতাবাসের সহযোগিতায় সুনামের সহিত অসহায় অসুস্থ প্রবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রকৃত অসুস্থ অসহায় রুগিদের আর্থিক ভাবে অনুদান প্রদান, তাদের অসুস্থতা সম্পর্কে দূতাবাসকে অবগত করানো, চিকিৎসা চলাকালীন সময়ে তাকে সর্বাত্মক সহযোগিতা এবং সেবা করা সহ অন্যান্য সুবিধা।তাই সবদিক থেকে সকলের সহযোগিতা পেলে সংগঠনটি আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ।