সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজারের আনোয়ারপুরে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈদুর রহমানের আনোয়ারপুর গ্রামস্থ বাড়িতে গত বুধবার (১৩ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুর। দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজুর উদ্যোগে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম।

সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্নার পরিচালনা বৈঠকে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মো. আবুল মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল মনাফ, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ জায়গীরদার, উপজেলা যুবলীগ নেতা খন্দকার সালেহ আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুর রকিব, হারুন মিয়া, ওয়ারিদ আলী, সেফুল মিয়া, আতাউর রহমান, আনোয়ার আলী, রফিক মিয়া, সেলিম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিম আহমদ, রেজাউর রহমান ফাহিম, তারেক হাসান, সাজুল আহমদ, তাজিম উদ্দিন শিপু, সালেহ আহমদ, হারুন আহমদ, মাহবুব আহমদ, আব্দুর রহমান, আমিনুল হক, মাহবুবুর রহমান বাপ্পি, আমিনুর রহমান নাহিদ, সাকির আহমদ, শাহ শাইমুন, রেহাদ আহমদ রিফাত, রাজু আহমদ, ওমর আহমদ, এহিয়া আহমদ, ফাহাদ আহমদ, রাজ্জাক আহমদ, সুয়াইব আহমদ নিপু, মিরাজ আহমদ, হোসেন আহমদ, আব্দুর রহমান, এমরান আহমদ, জসিম আহমদ, রুবেল আহমদ, শামিম আহমদ, তারেক আহমদ, মাছুম আহমদ, শিপু আহমদ, ওলিদ আহমদ প্রমুখ। বৈঠকে দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নৌকা মার্কার বিপুল সংখ্যক কর্মী, সমর্থকরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুরকে নৌকা মার্কায় বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সর্বস্তরের নাগরিকদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!