শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এ প্লাস ১টি : পাসের হারে নর্থইস্ট কলেজ এগিয়ে



বালাগঞ্জে এবারের এইচ এস সি পরীক্ষায় বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ১টি এ প্লাস সহ পাশের হার ৫৬.৬০%, নর্থইস্ট বালাগঞ্জ কলেজে ৯৬.৫৫% ও দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজে ৮৯.২২% বলে জানা গেছে।

বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী জানান, কলেজে মোট পরীক্ষার্থী ৫৪৫ জনের মধ্য ১টি এ প্লাস সহ ৩৩৩ জন পরীক্ষার্থী পাশ করে। তার মধ্য বিজ্ঞান বিভাগে ৪৬ জনের মধ্য ৪৬ জন, ব্যবসা ও শিক্ষায় ৭০ জনের মধ্য ৪৩ জন, মানবিক বিভাগে ৪৩৫ জনের মধ্যে ২১৪ জন পরীক্ষার্থী পাশ করে। যে একটি এ প্লাস আসে সেই পরীক্ষার্থীর নাম জুবেলী বেগম। মোট অকৃতকার্য পরীক্ষার্থী হচ্ছে ২১২ জন।

নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান জানান, কলেজের ৫৮ জন পরীক্ষার্থীর মধ্য ৫৬ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ২ জন।

দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমানের স্বাক্ষরিত ফলাফল সীট থেকে জানা যায়, ব্যবসা ও শিক্ষা বিভাগে ২৫ জন পরীক্ষার্থীর মধ্য ২৫ জনই পাস করেছে, মানবিক বিভাগে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ জন পাস করেছে। মোট অকৃতকার্য পরীক্ষার্থী হচ্ছে ১১ জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!