রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন



ওয়ানডে অভিষেক হচ্ছে আরিফুল হকের আজ।

জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের লক্ষ্যে আজ চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। শেষ ম্যাচে শুরুর সাফল্যটা পেয়ে গেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে বোলিং নিয়েছে তারা। ভালো টস জয়। গত ম্যাচেই দেখা গেছে চট্টগ্রামে অক্টোবর শেষের সন্ধ্যা শিশিরময়। এই সময় বোলিংটা বেশ কষ্টসাধ্যে হয়ে যায়। জিম্বাবুয়ের ২৪৭ রানের লক্ষ্যমাত্রা গত ম্যাচে বেশ সহজেই পেরিয়ে গেছে বাংলাদেশ লিটন দাস আর ইমরুল কায়েসের ব্যাটে।

আজ বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। গত ম্যাচের সময়ই খুলনা থেকে উড়িয়ে আনা হয়েছে সৌম্য সরকার। তিনি আজ খেলছেন। তাঁকে জায়গা দিতে সরে দাঁড়াতে হচ্ছে ফজলে রাব্বিকে। অভিষেকে শন্য রানে ফেরার পর গত ম্যাচেও তিনি শূন্য মেরেছিলেন। টিম ম্যানেজমেন্ট হয়তো তাঁকে আপাতত আর সুযোগ দিতে চাচ্ছেন না।

মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে বিশ্রাম। তাঁর জায়গায় খেলবেন আবু হায়দার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে বসিয়ে মাঠে নামানো হচ্ছে ব্যাটসম্যান আরিফুল হককে।

বাংলাদেশ দল: লিটন, ইমরুল, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, আরিফুল, আবু হায়দার, মাশরাফি (অধিনায়ক), নাজমুল অপু, সাইফউদ্দিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!