বালাগঞ্জে এএনআর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩মে) বাদ জোহর উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের দিঘি ওয়ালী বাড়ীতে এলাকার দুস্থ-অসহায় ১শ’ টি পরিবারকে এ গরুর মাংস বিতরণ করা হয়।ট্রাস্টের পক্ষে ভাইস-চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী শিওরখাল গ্রামের আব্দুল মুকিত সেজু এবং শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আনছার আহমদ, আনহার মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী শামীম খান এর যৌথ অর্থায়নে আয়োজিত এ মাংস বিতরণ অনুষ্ঠানে অর্থ-দাতাদের পরিবার-পরিজনসহ মুসলিম জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামিয়ার শিক্ষক হযরত মাওলানা ইউনুস খান।
মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – শিওর খাল পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মনোহর খান, সাধারণ সম্পাদক মোঃ ছমির আলী, হাজী মোহাম্মদ ইসকন্দর আলী, তজমুল আলী, হাফিজ উস্তার আলী, হাফিজ ইসরাক আলী, আব্দুর রহমান, করিম উল্লাহ, আব্দুল মনাফ, ট্রাস্টের পরিচালক আতিকুল ইসলাম আতিক, ট্রাস্টের কোষাধ্যক্ষ মিফতাহুল হুদা রাসেল ও বালাগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালে এএন আর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকে গঠন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে আজকের গোশত বিতরণ ছাড়াও বিভিন্ন সময়ে দুস্থ-অসহায় মানুষদেরকে সাহায্য-সহায়তা করা হয়েছে।