রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় আতিকুর রহমান আতিকের ত্রাণ সামগ্রী বিতরণ



করোনা (কোভিড-১৯) ও লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের গরীব-দুস্থ ২৭০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট ৩-আসনের উপ-নির্বাচনে এমপি পদপ্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক।

আজ শুক্রবার ২৩ এপ্রিল বিকেলে দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের স্থানীয় মকন দোকান সংলগ্ন হামিদা খাতুন শিশু বিদ্যালয় প্রাঙ্গনে এই ত্রাণসামগ্রী তুলে দেন জাপার নেতৃবৃন্দরা।

হামিদা খাতুন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরু মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয়পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়পার্টির সাবেক ভারপাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন।

ত্রাণসামগ্রী বিতরনে বক্তব্য রাখন ও উপস্থিত ছিলেন- মহানগর জাতীয়পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এম মুশেদ খান, জাতীয়পার্টির সিলেট জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়পার্টি সাবেক আহবায়ক হোসেন আহমদ, সিলেট জেলা যুব সংহতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির বর্তমান আহব্বায়ক আক্তার হোসেন, আল হাছান, আঃ মালেক, মামুন, এমরান, জমির হোসেন, আফরোজ মিয়া, আকবর হোসেন, আঃ খালিক, শানুর মিয়া, রফিক মিয়া, খছরু মিয়া- প্রমূখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!