শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ানবাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি হাবিবুর রহমান হাবিব



বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্থর স্থাপন, মা সমাবেশ ও উঠান বৈঠক করেছেন সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে- ইউনিয়নের দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, মোরারবাজার থেকে ইব্রাহীমপুর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও মাদ্রাসাবাজার – নাজিরবাজার সড়ক এবং চরআলাপুর – আশিক মিয়ার বাড়ির সামন পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন।রোববার (২৯ অক্টোবর) দুপুর থেকে দিনভর এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন ও স্থানীয় ইব্রাহীমপুরে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবুর রহমান হাবিব বর্তমান সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন এসব উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা আপনাদের প্রদান করেছেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দুয়া করবেন, নৌকার পক্ষে কাজ করবেন। আমরা আপনাদেরকে উন্নয়ন উপহার দেবো। বিএনপি- জামায়াতের ধ্বংসাত্মক ও হত্যার রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।মা সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বান এমএ মালেক এবং পরিচালনা করেন সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো আব্দুর রকিব ভুঁইয়া, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া, দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কয়েস আহমদ, প্রধান শিক্ষক সীতা রাণী চক্রবর্তী প্রমুখ।সভাশেষে এমপি হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্য প্রবাসী, সাবেক ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিনের আমন্ত্রণে তাঁর ইব্রাহীমপুরস্থ বাড়িতে নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন। পরে সন্ধ্যায় দেওয়ানবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বশিরপুর মাষ্টার বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে এমপি হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে ওয়ার্ডবাসীর সাথে উন্মুক্ত কথা বলেন ও তাদের কথা শুনেন। এ সময় স্থানীয় এলাকারবাসী বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র প্রদানসহ ৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হওয়ায় এমপির প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিভিন্ন দাবিদাবা তুলে ধরেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক এবং পরিচালনা করেন সদস্যসচিব ময়নুল ইসলাম সালেহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য শিরমান উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিন, খায়রুল ইসলাম, দৌলত আহমদ এবিন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!