বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আইপিএলের নতুন চ্যাম্পিয়ন নবাগত গুজরাট টাইটান্স



ছবি: আইপিএল

প্রথমবার আইপিএলে অংশ নিয়ে বাজিমাত করলো গুজরাট টাইটান্স। ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। ব্যাটে-বলে টাইটান্সের জয়ে অবদান রেখেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৩৪ রান।

নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে রাজস্থান। মামুলি লক্ষটা ১১ বল হাতে রেখে টপকে যায় গুজরাট টাইটান্স। ১৯ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংসে গুজরাটের জয়টাকে সহজ করে দিয়েছেন ডেভিড মিলার। ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন ওপেনার শুবমান গিল।

এর আগে  টসে জিতে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তবে গুজরাটের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার জস বাটলার। গুজরাটের অধিনায়ক পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৭ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৩০/৯ (জয়সওয়াল ২২, বাটলার ৩৯, স্যামসন ১৪, পাডিক্কাল ২, হেটমায়ার ১১, অশ্বিন ৬, পরাগ ১৫, বোল্ট ১১, ম্যাককয় ৮, প্রসিধ ০*; শামি ৪-০-৩৩-১, দয়াল ৩-০-১৮-১, ফার্গুসন ২-০-২২-০, রশিদ ৪-০-১৮-১, পান্ডিয়া ৪-০-১৭-৩, কিশোর ২-০-২০-২)

গুজরাট টাইটান্স: ১৮.১ ওভারে ১৩৩/৩ (ঋদ্ধিমান ৫, শুবমান ৪৫*, ওয়েড ৮, পান্ডিয়া ৩৪, মিলার ৩২*; বোল্ট ৪-১-১৪-১, প্রসিধ ৪-০-৪০-১, চেহেল ৪-০-২০-১, ম্যাককয় ৩.১-০-২৬-০, অশ্বিন ৩-০-৩২-০)

ফল: গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন

ম্যান অব দা ম্যাচ: হার্দিক পান্ডিয়া

ম্যান অব দা টুর্নামেন্ট: জস বাটলার

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!