টাওয়ার হ্যামেলটস কাউন্সিলের অনুদান বন্টনে ন্যায্যতা ও সুষম বন্টন নিশ্চিত করতে “সেইভ আওয়ার কমিউনিটি গ্রুপস এন্ড সেইভ আওয়ার সার্ভিসেস” এবার আইনের আশ্রয় নিয়েছে। কাউন্সিলের এলসিএফ গঠন সংক্রান্ত সিদ্ধান্তের ব্যাপারে জুডিশিয়াল রিভিউ চেয়ে গত ২২ জানুয়ারী সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করলে মহামান্য আদালত তা শুনানির জন্য গ্রহণ করেন।
গত ৩১ জানুয়ারি শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডঃ মোঃ আব্দুল হান্নান। নেতৃবৃন্দ বলেন, তাঁরা মেয়রকে চিঠি দিয়েছিলেন কিন্তু কোন উত্তর পাননি। কাউন্সিলকে ‘লেটার অফ ক্লেইম’ পাঠানো হলেও তা গুরুত্ব পায় নি। তাই শেষ ভরসা হিসেবে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। জুডিশিয়াল রিভিউ সম্পন্ন করতে খরচ বাবদ কমপক্ষে ২০,০০০ পাউন্ড দরকার। এ পর্যন্ত আসতে বিপুল অর্থ আমরা নিজেদের পকেট থেকে বহন করেছি। এখন দরকার কমিউনিটির সহযোগিতা। নেতৃবৃন্দ জুডিশিয়াল রিভিউর ব্যয়ভার বহনে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।