সাধারণ হয়েও ভালো ব্যবহার গুণে মানুষের কাছে অসাধারণ জনপ্রিয় ছিলেন মাদ্রাসা বাজারের চটপটি ব্যবসায়ী সাজন মিয়া। জানাজায় মানুষের ঢল তারই সাক্ষী হয়ে রইলো। শোকাহত এলাকাবাসী সাজন মিয়াকে একনজর দেখতে ও শেষ বিদায় জানাতে এসে তারই বন্দনায় সরব ছিলেন। যদিও মরণ কোন বয়সের মধ্যে নির্ধারিত নয়, তবুও সাজনের হঠাৎ মৃত্যু যেন পরিচিত সবাইকে হতবাক করেছে।
ক্ষুদ্র ব্যবসায়ী সাজন মিয়া যেন তাগিদ দিয়ে গেলেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিৎ সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা। ব্যবহার গুণে সাধারণ লোকও অনেকসময় জনপ্রিয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া কঠিন কিছু নয়।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসাবাজারে জনপ্রিয় চটপটি ব্যবসায়ী, পশ্চিম হায়দর পুর (হিংরা কান্দি) নিবাসী সাজন মিয়া। রোববার ১৫ রমযান (১৭ এপ্রিল) বেলা ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐদিন রাত ১০টায় গহরপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে মা, স্ত্রী, ২ শিশুসন্তান (১মেয়ে এবং ১ ছেলে) , ভাই-বোনসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।