শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈসমাইল চৌধুরী আকরাম স্মরণে লেবাননে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত



বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ঈসমাইল চৌধুরী আকরাম স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখা। গত ১৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে বৈরুতের দাওড়ায় একটি রেস্টুরেন্টে এই শোক সভার আয়োজন করা হয়।

ঈসমাইল চৌধুরী আকরাম এর জীবনের স্মৃতিচারন করে শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি আবুল বাশার প্রধান, সাধারন সম্পাদক মোশারফ হোসেন রাব্বানী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জয়, সাবেক সভাপতি লুৎফুর রহমান শ্যামল, সাবেক সহ-সভাপতি বিপ্লব মিয়া, সাবেক প্রধান আহব্বায়ক গাউস সিকদার, প্রতিষ্ঠাতা সদস্য ইস্কান্দর আলী মোল্লা, ফরিদ ভূঁইয়া, সাবেক প্রধান উপদেষ্টা আশফাক তালুকদার, আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, নিলু মোল্লা, রানা ভূঁইয়া, এস এম জসিম, মোঃ ইসলাম, সুজাত মিয়া।

সর্বসাধারনের উপস্থিতিতে এই শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি লেবানন শাখার সাবেক সভাপতি মানিক মোল্লা, শাহজালাল প্রবাসী সংগঠনের আহাদ আব্দুর রহমান, জাহিদ হাসান রুমন ও লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম প্রমুখ।

শোক সভার শুরুতেই কোরান তেলওয়াত করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম। স্মৃতিচারন পর্ব শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পাঠ করেন মাওলানা জাহাঙ্গীর আলম। পরে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

ঈসমাইল চৌধুরী আকরাম ৪২ বছরের দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বার্ধক্য জনিত কারনে সিলেটের স্থানীয় হাসপাতালে ১৩ ফেব্রুয়ারী ভোর ৫:৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বৎসর। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বলরামের চক গ্রামে তাঁর বাড়ী। ১৯৭৭ সালের শেষের দিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে তিনি পিএলও’র হয়ে যুদ্ধে অংশ নেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!