সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’-এর উদ্যোগে বালাগঞ্জ ওসমানীনগরের বিভিন্ন হাটবাজারে বঞ্চিত পথশিশু ও ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে ফল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে বালাগঞ্জ বাজারে অবস্থানরত বঞ্চিত অসহায় মানুষ হতে এ ফল বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর মোটরসাইকেল যোগে বালাগঞ্জের আরমানগেইট, তিলকচানপুর, ইলাশপুর মোড়, বোয়ালজুড় বাজার, ময়নাবাজার, পীরের বাজার,উছমানপুর বাজার,পাঁচপাড়া বাজার, তাজপুর কদমতলা, তাজপুর বাজারে চলারপথে রাস্তায় অবস্থানরত অসহায় বঞ্চিত মানুষের হাতে ছোট ছোট এসব ফলের প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন – আপনজন এর সদস্য মোঃ মুহিব হাসান, মুহাম্মদ শাহ্জাহান, কবির আহমদ, আবুল কাসেম অফিক, জুবায়ের আহমদ।