শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ধাক্কা বোর্ডিং ব্রিজের, বাতিল লন্ডনগামী ফ্লাইট



ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঘটন ঘটেছে। বোর্ডিং ব্রিজের ধাক্কায় উড়োজাহাজটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয়েছে বিমান কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি ছিল বাংলাদেশ বিমানের বিজি-২০১, যা সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ার কথা ছিল। উড়োজাহাজটিতে মোট ২৬২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড্ডয়নের পূর্ব মুহূর্তে বোর্ডিং ব্রিজ বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এতে নিরাপত্তার স্বার্থে বিমানটি তাৎক্ষণিকভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয় এবং বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। ওই উড়োজাহাজে দুপুর আড়াইটার দিকে যাত্রীদের লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!