বালাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ (ডি.এন) উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক একরামুল হক, মাওলানা ফয়জুল আলম, তুলসি দাস, জাকির হোসেন মোল্লা, গোবিন্দ চক্রবর্তী, অর্পিতা দাস প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অবসরে যাওয়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক গোলজার আহমদ চৌধুরী, মো. শহীদুল্লাহ, মো. রহমত আলী, প্রয়াত গোপাল চন্দ্র দেবনাথের পক্ষে তাঁর ছেলে পল্লব চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাংবাদিক জাকির হোসেন, শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী সুপর্ণা দে, সৈয়দা মাহবুবা বেগম, অষ্ঠম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল হক এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রত্যাশা চক্রবর্তী। পরে প্রয়াত শিক্ষক ও বিদ্যালয় সাবেক ম্যানেজিং কমিটির প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং শ্রদ্ধাজলি পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে নতুন জামা পরিধান করিয়ে রাজকীয়ভাবে শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের বিদ্যালয় থেকে মূল সড়ক পর্যন্ত গার্ড দিয়ে ফুল ছিটিয়ে বিদায় জানায়।