শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব ইয়াওর খান গুরুতর অসুস্থ



মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্থানীয় খালপার নিবাসী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ইয়াওর খান গুরুতর অসুস্থ। তিনি সম্প্রতি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি বর্তমানে তাঁর খালপারস্থ গ্রামের বাড়িতে রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে গত রোববার (০৬ অক্টোবর) অসুস্থ ইয়াওর খানকে দেখতে যান সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, স্থানীয় ইউপি সদস্য আফরুজুল হক, চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ জামাল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, খন্দকার বাজারস্থ ব্রাইট স্টার্স একাডেমি পরিচালক মাহফুজুল ইসলাম চৌধুরী, শেখ কামাল ভয়েস ক্লাবের সভাপতি মামুন চৌধুরী প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ ইয়াওর খানের সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!