যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়ার পর এবার গ্রেপ্তার হলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তাঁর সঙ্গে আরো গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমান। গতকাল রবিবার ভোরে কুমিল্লা থেকে ধরার পর সম্রাটের অফিস ও বাসায় অভিযান চালায় র্যাব। বেসরকারি টেলিভিশনগুলো ওই অভিযানের খবর সরাসরি সম্প্রচার করে। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতা অনিয়ম-দুর্নীতিতে জড়িত তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে গ্রেপ্তার হওয়ার পরপরই ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ও মুখপাত্র মিজানুল ইসলাম মিজু মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।