বালাগঞ্জের গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ও
একাডেমির গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৭ম শাহনূর চৌধুরী মেধাবৃত্তির সনদ ও বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি (বুধবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে একাডেমির ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ১০জন ছাত্রীকে বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
এ উপলক্ষে একাডেমি হলরুমে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডন বারাহ অফ বার্কিং এবং ডেগেনহামের কাউন্সিলর মো. সদরুজ্জামান খাঁন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সদস্য মো. গোলাম মোস্তফা।
একাডেমির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি ও মারজানা আফরিন সাজেদার যৌথ
পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন –
নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খাঁন, বালাগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, আব্দুল মতিন মহিলা একাডেমির প্রধান শিক্ষক জুবের আহমদ, নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজের
প্রভাষক আফসারা তাসনিম নিলা, একাডেমির প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক মো. তারা মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদির, সভাপতি স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী, শিক্ষানুরাগী ছালিকুর রহমান, হেলাল আহমদ, বিজয় চৌধুরী, দুর্জয় চৌধুরী, একাডেমির শিক্ষক মো. ইব্রাহিম ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।
উল্লেখ্য, বৃত্তির প্রবর্তক শাহনূর চৌধুরী বঙ্গবীর এমএ জি ওসমানী মন্ত্রী থাকাকালে তাঁর এপিএস ছিলেন। তিনি বর্তমানে স্কটল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। শাহনূর চৌধুরী তাঁর ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গরীব এবং মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছেন।
অনুষ্ঠানে ২০২০ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে – পান্না আক্তার মমি , সায়মা বেগম ষষ্ঠ শ্রেণি, মাহিয়া বেগম সুমা, মাছুমা বেগম সপ্তম শ্রেণি.ফাহমিদা আক্তার, সুমাইয়া বেগম অষ্টম শ্রেণি, তামান্না বেগম, ফাতেমা জান্নাত নবম শ্রেণি, রুবা বেগম, তামান্না বেগম দশম শ্রেণি।