শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বালাগঞ্জ ও ওসমানীনগর



সিলেটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩- এর ফাইনাল নিশ্চিত করেছে – ‘বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল’ এবং ‘ওসমানীনগর উপজেলা ফুটবল দল’।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ফাইনালের টিকেট অর্জন করে । তুমূল উত্তেজনাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বালাগঞ্জ।

অন্যদিকে ২য় সেমিফাইনালে নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে ‘জৈন্তাপুর উপজেলা ফুটবল দলকে
টাইব্রেকারে পরাজিত করে দ্বিতীয় ফাইনালিস্ট হয় ওসমানী নগর উপজেলা ফুটবল দল।

আসন্ন ফাইনালে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল এবং ওসমানীনগর উপজেলা ফুটবল দল একে-অপরের মুখোমুখি হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!