শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের আওয়ামী লীগে যোগদান



আওয়ামী লীগে যোগদান করলেন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত

ফেঞ্চুগঞ্জ উপজেলায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগে যোগদান করলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত । গত শনিবার বিকালে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

তৃতীয় বারের মত মাহমুদ উস সামাদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় ব্যানারে এক গণসংবর্ধনা সভার আয়োজন করা হয় ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!