বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমি নির্বাচিত হলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থকবে : হাবিবুর রহমান হাবিব



সিলেট- ৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেট ৩ যে উন্নয়ন সাধিত হয়েছে, ২৮শে জুলাই আমি যদি নির্বাচিত হই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। সিলেট- ৩ আসন একটি গুরুত্বপূর্ণ আসন, এ আসনে নৌকার বিজয় নিশ্চিত হলে উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

আজ শুক্রবার (২৩ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা এমরুল হাসান, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছুর রহমান দিনার, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি জুয়েল আহমদ, জেলা তাতীঁলীগের সভাপতি আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, শানর মিয়া, নানু মিয়া, বিজিত পাল, বাবুল মিয়া, সেলিম আহমদ, শামিম আহমদ মেম্বার, সুরঞ্জিত দাস, আব্দুল জব্বার, নজির আলী নজই, কুতুব উদ্দিন, লিলাজ মিয়া, আক্তার হোসেন, সুরমান আলী, আইয়ুব হোসেন মেম্বার, শাহিন আহমদ, সেবুল আহমদ, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন, সেবুল আহমদ, যুবলীগ নেতা মিসবাহ আহমদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদির সাদেক, সারওয়ার আলম মিথুন, যুবলীগ নেতা নন্দন পাল, মনসুর আহমদ, হেলাল আহমদ, মঈনুদ্দিন, নিরুপম চৌধুরী সুব্র, রুহুল আমিন, হেলাল আহমদ, তপু আহমদ, তেরাব আলী, প্রবাসী সেবুল আহমদ, সামসুল ইসলাম দলা, আখতার খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক আব্বাস আলী, কৃষক লীগ নেতা বাচ্চু মিয়া, তেরাব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী- প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!