গত নয় বছরে ফরাসী জাতীয়তা পাওয়ার এক সমীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রকাশিত জরিপে দেখা যায় পূর্বের বছরগুলোর তুলনায় বিগত বছরে (২০১৯) ফরাসী জাতীয়তা প্রদানের হার একটু কমেছে।
অন্য দেশের নাগরিকরা ফ্রান্সের জাতীয়তা বিভিন্ন প্রকারে পেয়ে থাকেন। এরমধ্যে সবচেয়ে বেশী দেখা যায় অনুমোদন সূত্রে এবং বিবাহ সূত্রে।
২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুমোদন ও বিবাহ সূত্রে ফরাসী নাগরিক হওয়ার জরিপ পর্যালোচনায় দেখা গেছে ফরাসী নাগরিকত্ব প্রদানের হার কমছে।
২০১০ সালে সবচেয়ে বেশী সংখ্যক বিদেশীদের ফরাসী নাগরিকত্ব প্রদান করা হয়। সে বছর অনুমোদন সূত্রে প্রায় ৯৫ হাজারের ও বেশী বিদেশী ফরাসী নাগরিকত্ব লাভ করেন। অপরদিকে বিবাহ সূত্রে একই বছর (২০১০) বিশ হাজারের বেশী ফরাসী নাগরিকত্ব পান।
অনুমোদন সূত্রে ফরাসী নাগরিকত্ব পাওয়ার হার কমলেও বিবাহ সূত্রে ফরাসী নাগরিক হওয়ার হার পূর্বের বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। ২০১৯ সালে বিবাহ সূত্রে ২৭ হাজারের বেশী ফরাসী নাগরিক হয়েছেন।
জরিপ পর্যালোচনায় দেখা যায়, বিগত দশ বছরের মধ্যে সবচেয়ে কম ফরাসী নাগরিক হয়েছেন ২০১৯ সালে। এ বছর চল্লিশ হাজারের কাছাকাছি বিদেশী ফরাসী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
২০১২ সালে ৪৫ হাজারের বেশী বিদেশী ফরাসী হওয়ার সৌভাগ্য পেলেও ২০১৯ এ এসে সেটা অনেক কমেছে। এর একমাত্র কারণ ফ্রান্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব এবং ফরাসী ভাষায় দক্ষতা কম।
বিগত দশ বছরে সবচেয়ে বেশী ফরাসী নাগরিকত্ব নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ইংল্যাণ্ডের নাগরিকরা। সংখ্যার দিক দিয়ে বাংলাদেশির পরিমান বিগত দশ বছরে হাজার দুয়েক বলে জানা যায়। সূত্র: ফ্রান্স দর্পণ