সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের মোহাম্মদপুরে প্রবাসী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ বলেছেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ করে শিক্ষা ও আর্ত-সামাজিক উন্নয়নে প্রবাসীদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। প্রবাসীদের এসব অবদানকে স্বীকার করা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য। তিনি আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাকার প্রবাসী ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সুষ্ঠুভাবে পড়ালেখার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি এ ব্যাপারে সরকারের পাশাপাশি প্রবাসী এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার সভাপতি লাকি মিয়া।

সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন দারার পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন – যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার আইনজীবী আকলিমা বিবি, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ আজম আলী, জিল্লুর রহমান জিলু, ইতালী প্রবাসী ফয়ছল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল বেবী, শামসুল ইসলাম ইরণ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল কবির, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার উপদেষ্টা সদস্য সুহেল আহমদ, শামীম আহমদ, দুলাল মিয়া, সামস উদ্দিন, লুৎফুর রহমান, সেলিম উদ্দিন, সংস্থার সহসভাপতি মিজানুর রহমান, দবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক আবু বকর জাহিদ, সহ প্রচার সম্পাদক তারেক আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক আলী হোসেন, সহ ক্রীড়া সম্পাদক আকবর হোসেন, ধর্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ ধর্ম সম্পাদক ফয়জুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহিম আহমদ, সহ দপ্তর রেজাউল করিম, আপ্যায়ন সম্পাদক মো. বদরুল ইসলাম, শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ শিক্ষা সম্পাদক মুক্তাদির হোসেন গোলজার, মহিলা বিষয়ক সম্পাদক রেখা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্থার অর্থ সম্পাদক মো. আব্দুল কাদির ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাহতাবুর রহমান।

অনুষ্ঠানে এলাকার শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট ও বিদ্যালয় থেকে ২০১৯ সালে পিইসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!