১.
রোববার, ২১ অক্টোবর।বিকেল ঘনিয়ে আসছে। জিবরানকে নিয়ে কোথাও যাব বলে বেরিয়েছি।গাড়িতে বসে আমি যখন তাঁর মুখের দিকে তাকালাম,লক্ষ্য করলাম তাঁর মাঝে এক শঙ্কা কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম—কি হয়েছে জিবস্? সে বলল—আবুইয়া! আজকের রাত সাতটা (BST সময়) আর নয়টার MMA বিগ ফাইট নিয়ে চিন্তা করছি, কি হবে, কারণ পক্ষে ও বিপক্ষের লড়াকুরা তো সবাই যোগ্য।
আমি বললাম, বাবা! তুমি যাদেরকে চাচ্ছো তাঁরাই বরাবরের মত জিতবে। তাঁরা শুধু এজন্যই জিতবে না যে তাঁরা প্রাকটিসিং মুসলিম আর এ জন্যও নয় যে তাঁদের মাঝে ইসলামিক এক চেতনা আর আবেগ আছে। তাঁরা বরং এজন্য জিতবে যে, তাঁদের আছে হিম্মত-সাহস আর স্বকীয় শৃঙ্খলা ও দক্ষতা এবং সাথে আছে চারিত্রিক দৃঢ়তা।
জিবরান বলল— “আমারও তেমনটি বিশ্বাস—তাঁরা জিতে যাবে”। সে আরো যোগ করে বলল—“আর ওরা যদি উইন করে তবে দেখবা, রিং-এর মধ্যেই আল-আরদুল মুকাদদাসা নিয়ে সোচ্চার হবে।”
আমি বললাম, হ্যাঁ, আমিও তাই ধারণা করছি।
উল্লেখ্য যে, অবশেষে তা’ই হয়েছে।
২.
UFC 294, ফাইট হয়ে গেল আবুধাবির (Etihad Arena) ইতিহাদ এরিনায়।
সেখানে main card খেলায়, সন্ধ্যা সাতটায় (BST), রাশিয়ার mixed martial artist ইসলাম মাখাশেভ (Islam Makhachev) তাঁর প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ান্ Alexander Volkanovski কে পরাজিত করেন। ৫ রাউন্ডের খেলার প্রথম রাউন্ডের ৩ মিনিট ছয় সেকেন্ডের সময় একটি দুর্দান্ত হেড-কিক দিয়ে তাঁকে নকআউট দেন।
The UFC men’s pound-for-pound rankings-এ Volkanovski দ্বিতীয় এবং Islam Makhachev তৃতীয় ছিলেন।
ভলকানোভস্কি (৩৫) হলেন প্রাক্তন AFC ফেদারওয়েট চ্যাম্পিয়ন এবং বর্তমান UFC ফেদারওয়েট চ্যাম্পিয়ন।
আর Islam(৩২) বর্তমান UFC Lightweight Champion.
রাশিয়ার দাগেস্তানের (Republic of Dagestan) রাজধানী মাখাচকালা(Makhachkala) শহরের মাখাশেভ। ৭০ kg ওজন আর ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার তাঁর।
তিনি ওই cage fighting-এ জিতে লড়াই-পরবর্তী ইন্টারভিউ দেন।প্রায় ১৮,000 জন ধারণক্ষমতার ইতিহাদ এরিনার অভ্যন্তর রিং-এ দাঁড়িয়ে, খেলা প্রিয় বিশ্বের কোটি কোটি মানুষকে জানান দিয়ে বলেন;
“I am not celebrating this win today because the crazy thing that is happening around the world.
“আমি আজ এই জয় উদযাপন করছি না কারণ বিশ্বজুড়ে চলছে [যুদ্ধের] পাগলামি।”
এমনকি তিনি আল-আরদ্বিল মুবারাকাহ’র নাম নিয়ে সহানুভূতি প্রকাশ করেন।এবং দুআও করেন।
তিনি Daniel Cormier এর সাক্ষাৎকারের পর সোজা octagon (অষ্টভুজ) থেকে বেরিয়ে পড়েন।অতঃপর সেই ভূখণ্ডের পতাকা কাঁধে জড়িয়ে তিনি হাঁটতে থাকেন।
উল্লেখ্য যে, বিজয়ী হওয়ার পর পরই তিনি ঠোঁটে তর্জনী দিয়ে দর্শকদেরকে উল্লাস করতে বারণ করতে থাকেন।
৩.
আরবি ধাবি-ظَبِي হচ্ছে গ্যাজেল,এক প্রকার হরিণ। এই গ্যাজেলের প্রাচুর্যের কারণে UAE -এর রাজধানীর নামকরণ হয় আবুধাবি।
৩৭৫ (৯৭২ বর্গকিমি) বর্গমাইলের এ মহানগরীর পাশে 9.7 বর্গ মাইল (25 বর্গকিমি) জুড়ে সম্প্রতি গড়ে তোলা হয় নান্দনিক ইয়াস দ্বীপ (Yas Island)।
এখন এই (جزيرة ياس) দ্বীপই UFC ‘Fight Island’ নামে খ্যাত।মূলত, UFC-এর CEO এবং প্রেসিডেন্ট Dana White, ‘Fight Island’ নামটি প্রসিদ্ধি দেন।
ঐ দ্বীপেই ইতিহাদ এরিনা,(UAE’s largest indoor multipurpose venue)।যেটি 35,000 বর্গ মিটার জুড়ে বিস্তৃত ।
সেদিন (২০ অক্টোবর) সেখানে আরেকটি main card ফাইটে জয়ী হন চেচনিয়া-রাশিয়ার ২৯ বছর বয়সী Khamzat Chimaev (খামযা শিমায়েভ)।মূলত নামটি হল হামযা।
UFC welterweight rankings-এ চতুর্থ তিনি।এবং তিনবারের Swedish National champion.
৮৪ kg আর 6 ft 2 in উচ্চতা খামযার।
হামযার কাছে সেদিন পরাজিত হন আরেক দুর্ধর্ষ এবং ক্ষিপ্রগতির মুসলিম MMA cage warrior. ৩৬ বছর বয়সী The Nigerian Nightmare খ্যাত, American কামারু উসমান (Kamaru Usman)।
খামযা জয়ী হয়ে ইন্টারভিউ দেন।তখন রিং-এ দ্ব্যর্থহীন ভাবে প্রবিত্র ভূমির পীড়িতদের সহানুভূতিতে অনেক কিছু বলে ফেলেন।তাঁর বক্তব্যের এক সময় তিনি আবেগ জড়িত কন্ঠে শিশু হত্যা বন্ধের আবেদনও করেন।
অতঃপর তিনি দ্বিতীয়বার মাইক চেয়ে নিয়ে বেশ কিছু কথা বলেন।এক সময় তিনি রুশ ভাষায় চেচেনবাসী এবং তাঁর খুবই ঘনিষ্ঠ চেচেন প্রধান Ramzan Kadyrov কে লক্ষ্য করেও কথা বলেন।
ভাষান্তর করে জানা যায় যে, সেখানে তিনি এক পর্যায়ে অকপট প্রকাশ করে ফেলেন তাঁর ইচ্ছা।তিনি বলেন “Wallahi, I’ve not been raised to be in here wearing shorts. স্রষ্টা চাইলে আমি প্রবিত্র ভূমির পক্ষে ন্যায়ের ইনকিলাবে ভাগ নিতে চাই, আমার ভাবনা মৃত্যু নিয়ে নয় বরং নিগৃহীত ভাইদের নিয়ে।”
চেচেন প্রধানের সাথে ঘনিষ্ঠতার কারণে হামযা আগে থেকেই সভ্য নিন্দকদের কাছে বেশ সমালোচিত।
এবারের বলিষ্ঠ কণ্ঠস্বরের পর বিশ্ব মিডিয়ায় এসব নিয়ে যথেষ্ট জল্পনা চলছে।
ইসলাম মাখাশেভ এবং হামযার শিমায়েভদের ইন্টারভিউগুলো অনেকক্ষেত্রে কাটছাঁট কিংবা সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।
৪.
ইসলাম মাখাশেভের দেশ দাগেস্তান।এই দেশ এবং এর লাগোয়া মুসলিম প্রধান রাশিয়ার দেশগুলোতে সম্প্রতি শারীয়া প্রবর্তনের দাবী জোরালো হচ্ছে।
কিছু কাল আগেও দাগেস্তান সহ এসব অঞ্চলের দুর্নাম ছিল এখন থেকে তুলনামূলক বেশি—এর বিভিন্ন কারণ ছিল,তবে বিশেষ কারণ ছিল জাতিগত লড়াই আর কথিত ইসলামী সন্ত্রাসবাদের তৎপরতা।
প্রাকৃতিক দৃশ্যের অনিন্দ্য সৌন্দর্যে ঘেরা এ শহরগুলোর কিছু বিজ্ঞরা একটি প্রশংসনীয় উদ্যোগ নেন। উদ্দেশ্য ছিল বিপথগামীদেরকে বাস্তবমুখী করা।আর সেটি ছিল কুস্তি কেন্দ্রিক খেলা কে জনপ্রিয় করা।
তাঁরা তাতে অনেকটা সফল হয়েছেন।
সেহেতু, ১৮ সালে পশ্চিমা একটি স্বনামধন্য ইংরেজী পত্রিকা।দাগেস্তানের এ বিষয় নিয়ে রিপোর্ট করে। যার শিরোনাম ছিল
“রেসলিং একটি সংস্কৃতি যা ছেলেদেরকে লড়াই থেকে দূরে রাখতে সাহায্য করে।”
রিপোর্টে অভিযোগ করা হয় যে, যদিও ঐ জায়গায় কুস্তি ছিল তাঁদের ঐতিহ্য, কিন্তু বর্তমান রেনেসাঁর আগে, সোভিয়েত আমলে, কুস্তির প্রতি তেমন মনোযোগ দেওয়া হয়নি…।”
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এখন স্থানীয়রা,বিশেষ করে কিশোর আর যুবররা, কুস্তি শিখার জন্য সেন্টারগুলোতে ভিড় করছেন। এর দ্বারা তাঁরা শৃঙ্খলা,গুরু-ভক্ত, এবং ধর্মীয় অনুশাসন অনুশীলনে উদ্বুদ্ধ হচ্ছেন এবং তাঁদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হচ্ছে।
৫.
উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিরোধানের প্রায় বিশ বছর পর। যখন দ্বিতীয় খালিফা উমার রাদ্বি আল্লাহু আনহুর সময় ছিল, তখন তাঁর নির্দেশে সাহাবি সুরাকা ইবনে আমার(سراقة بن عمرو) রাদ্বি আল্লাহু আনহু ওই অঞ্চলে যান। তিনি দাগিস্তানের ‘বাবুল আবওয়াব’ শহর জয় দিয়ে শুরু করেন সত্যের প্রতিষ্টা।তখন থেকে ওই অঞ্চল সত্যের জন্য দুর্গের কাজ করে চলেছে।
যুলফিকার খ্যাত কিংবদন্তি স্বাধীনতাসংগ্রামী ইমাম শামিল রাহিমাহুল্লাহ (জন্ম : ১৭৯৭,মৃত্যু : ১৮৭১ ইং) ওই দাগেস্তানের সন্তান।
লেখক: মুফতি